বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা জেলা পরিষদের ৭নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৯নভেম্বর শনিবার বিকাল ৪ টায় শ্যামনগরস্থ ডাকবাংলা কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, কুরআনের হাফেজ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের সদস্য অফিস উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা (বাংলা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এস এম কামরুল হায়দার নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি খলিলুর রহমান বাবু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আল মামুন লিটন, সাবেক যুগ্ম আহ্বায় আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক। উলেখ্য গত ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে গাজী গোলাম মোস্তফা (বাংলা) হাতি প্রতীকে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন।