মীর আবু বকর ॥ সাতক্ষীরা জেলা পরিষদে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ পালিত হয়েছে। “স্মার্ট হবে সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে গতকাল বেলা ১১ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, বর্তমান স্থানীয় সরকার অনেক শক্তিশালী। স্থানীয় সরকার এখন বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে অব্যাহত রেখেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার বিভাগের ভূমিকা প্রশংসনীয়। জেলা পরিষদ সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান যুবনেতা সৈয়দ আমিনুর রহমান, সংরক্ষিত নারী সদস্য এড শাহনওয়াজ পারভীন। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম খলিলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মেহেদি মাসুদ সহ জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।