স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) মোঃ নিজামুল হক মোল্ল্যা। গতকাল সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয় পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এরপর জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য অতিরিক্ত ডিআইজি মোঃ নিজামুল হক মোল্ল্যা প্রথমে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন শেষে সদর সার্কেল কার্যালয় পরিদর্শন করেন। সর্বশেষে তিনি পাটকেলঘাটা থানা পরিদর্শন শেষে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।