স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইন্স ড্রিল সেটে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মো: আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল এসএম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মো: সাজ্জাদ হোসেন প্রমুখ। সভার সভাপতি কাজী মনিরুজ্জামান পিপিএম তার সমাপনী বক্তব্যে বলেন, পুলিশ জনগনের বন্ধু। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বাত্মক ভূমিকা রাখবে। আপনারা আন্তরিকতার সাথে কাজ করবেন। সেবাপেতে কোন মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে। এসময় জেলা উর্দ্ধতন কর্মকর্তা সকল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।