স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মো: হাসানুর রহমান, পুলিশ হাসপাতালের ডা: আবু হোসেন প্রমুখ। এরপর জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১.৩০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল), মো: আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো: হাসানুর রহমান প্রমুখ। এছাড়া সকল থনার অফিসার ইনচার্জগণ, ডিআই ৩—১, ৩সি ডিবি, টিআই (এডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ পরিসংখ্যন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ওয়ারেন্ট ও সমন তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিস্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।