মীর আবুবকর \ পুলিশ সর্বদা জনগণের কল্যাণে কাজ করে। কোন ব্যক্তি সমস্যায় পড়লে পুলিশ জানতে পারলে সেটি সমাধান করার লক্ষ্যে চেষ্টা করে। আপনারা চোরাইকৃত মোবাইল ফোন ক্রয় না করতে মানুষকে উৎসাহিত করবেন। চোরাইকৃত পণ্যসামগ্রী যার কাছে থাকবেন আমি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আয়োাজনে হারানো মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ দেশে প্রথম হারানো মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে আমরা এক কোটি টাকার মোবাইল ও নগদ টাকা উদ্ধার করেছি। জেলা থেকে মোবাইল হারিয়ে গেলেও দেশের বিভিন্ন জেলা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এ কাজে পুলিশের অর্থ খরচ হলেও মানবিক কারণে মানুষের জন্য পুলিশ কাজ করে। কোন নাশকতা অন্যায় ও সরকারবিরোধী কর্মকাণ্ড চোখে পড়লে পুলিশকে জানাবেন। পুলিশকে ইতিবাচক কাজে সহায়তা করা নাগরিকদের জন্য অপরিহার্য। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সজিব খান, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ বাবুল আক্তার সহ জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিক ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।