সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডিডিএলজি মাশরুবা ফেরদৌস, জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ওসমান গণি এসময় সাতক্ষীরা জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি