সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে মতবিনিময় ও স্মারক লিপি প্রদান করেছে জাস্টির ফর জুলাই সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ। ৫ ডিসেম্বর বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে মতবিনিময় ও স্মারক লিপি প্রদান করা হয়। মতবিনিময়ে জেলা প্রশাসকের সাথে জুলাই গণ—অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদান, সাতক্ষীরা সংস্কার ও উন্নয়ন ভাবনাতে তরুণদেরকে সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় হয়। এসময় তারা জেলা প্রশাসক এর নিকট জুলাই গন অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, সাতক্ষীরার খুলনা রোডস্থ মোড়কে শহীদ আসিফ চত্বর নাম করণ, সাতক্ষীরা সংস্কার ও উন্নয়ন ভাবনা বিষয়ক স্মারক লিপি প্রদান ও জুলাই গন অভ্যুত্থানের ‘‘জুলাই স্মারক ক্যালেন্ডার ১—৩৬ জুলাই’’ সম্বলিত দেয়ালিকা হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জাস্টিস ফর জুলাই সাতক্ষীরার আহব্বায়ক ইখতেয়ার উদ্দীন, যুগ্ম আহব্বায়ক সায়েম রহমান সিয়াম, সোহাগ হোসেন, ইমরান বাসার, সদস্য সচিব ঝুমা মারিয়াম, সদস্য সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম, রত্মা পারভীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জিল্লুর রহমান, আনিসুর রহমান, মাছুদুর রহমান, নাজমুস সাকিব, সাব্বির হোসেন, জুবায়ের, নাহিদ হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি