দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে মত বিনিময় করলেন। গতকাল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য আ’লীগ নেতা নজরুল ইসলাম, প্রস্তাবিত যুগ্ম সম্পাদক প্রাক্তন চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবলীগ সম্পাদক বিজয় ঘোষ সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। দেবহাটা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি দৃষ্টিপাতকে জানান অত্যন্ত আন্তরিক ও সৌহাদ্য পরিবেশে আমরা মত বিনিময় এবং শুভেচ্ছা জানিয়েছি। সরকারের উন্নয়ন কর্মকান্ড অত্যন্ত গতিশীলতার চলমান রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় জেলার উর্ধতœন দুই কর্মকর্তাকে ধন্যবাদ জাানিয়েছি।