স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির দুই হত দরিদ্র ব্যক্তিকে নতুন ভ্যান উপহার দিলেন। গতকাল জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কালিগঞ্জ উপজেলার মৃত আব্দুল মালেকের পুত্র আব্দুল কুদ্দুস ও শ্যামনগর উপজেলার মৃত শেখ হাফিজুর রহমানের পুত্র রবিউল ইসলামের হাতে ভ্যানের চাবি সহ ভ্যান তুলে দেওয়ার মুহুর্তে তাদের চোখে মুখে খুশির ঝিলিক দেখা যায়। জেলা প্রশাসক এ সময় ভ্যান উপহার পাওয়াদের উদ্দেশ্যে বলেন আপনারা এই ভ্যানের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করবেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী পক্ষ হতে জেলা প্রশাসক হিসেবে আপনাদের হাতে ভ্যান দুটি তুলে দিতে পেরে আমি খুশি। ভ্যান প্রাপ্ত দুই জন এ সময় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান। উপস্থিত মিডিয়া কর্মি ও আগতরা জেলা প্রশাসনের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানান।