স্টাফ রিপোর্টার \ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রাক্তন মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন করলো সাতক্ষীরা জেলা বিএনপি। শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মি, সমর্থকের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব মেয়র তাসকিন আহমেদ চিশতি, সদর বিএনপি আহবায়ক এ্যাড. নুরুল ইসলাম, দেবহাটা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, কালিগঞ্জ বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপি সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সদরের সদস্য সচিব নুরে আলম সিদ্দীকি, কালিগঞ্জ সদস্য সচিব ডা: শরিফুল ইসলাম, এ্যাড. আকবর আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য এড. এবিএম সেলিম, স্বেচ্ছাসেবক সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, ছাত্রদলের আইয়ুব। সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ কামরুল ইসলাম।