স্টাফ রিপোর্টার ঃ বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে গতকাল সাতক্ষীরা জেলা বিএনপি শহরের আমতলাস্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে সভা করেছে। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও প্রাক্তন এমপি কাজী আলাউদ্দীন, যুুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর সম্পাদক মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহাবয়ক হাবিবুর রহমান হবি, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান টুকু, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব মেয়র তাছকিন আহমদ চিশতি, শ্রমিক দলের সভাপতি আঃ সামাদ, যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, প্রধান অতিথি সকল পর্যায়ের নেতা কর্মি ও সমর্থকদের খুলনা মহা সমাবেশে যোগ দেওয়ার আহবান জানান, জেলা বিএনপির আহবায়ক বলেন সাতক্ষীরার প্রতিটি উপজেলা হতে বিপুল সংখ্যক নেতা কর্মি ও সমর্থকরা খুলনার মহা সমাবেশে যোগদান করবে ইতিমধ্যে প্রতিটি উপজেলায় জেলা বিএনপি প্রস্তুতি সভা করেছে।