ষ্টাফ রিপোটার \ নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি, আইনশৃংখলার অবনতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষনা সহ বিভিন্ন দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের আমতলায় জেলা বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, মো: আখতারুল ইসলাম। প্রাক্তন এমপি কাজী আলাউদ্দীন, প্রাক্তন জেলা সদস্য সচিব আব্দুল আলীম, সহ পৌর, উপজেলা, বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা রাষ্ট্রে পতিত ফ্যাসীবাদের নানা চক্রান্ত মোকাবেলা সহ কয়েকটি দাবিতে বিএনপির জনসমাবেশ সফল করার উদ্দেশ্যে কর্মীদের বার্তা দেন। প্রস্তুুতি সভায় নেতৃবৃন্দ আগামী ২৫ তারিখের জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিপুল সংখ্যক জনমানুষের উপস্থিতি ঘটানোর লক্ষে কাজ করার আহবান জানান। আহবায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রস্তুতি সভায় ফ্যাসিস্টদের ষড়যন্ত্র ও আওয়ামী দোসর দের বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতা কর্মি,সমর্থকদের সতর্ক থাকার পরামর্শ দেন। ইতিমধ্যে ২৫ তারিখের জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে তৃণমূলের কর্মি, সমর্থকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।