স্টাফ রিপোর্টার ঃ জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং ও পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সাতক্ষীরা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকালে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, প্রাক্তন এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা কাজি আলাউদ্দীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হাটের মোড়ে সমাবেশ করে। বিপুল সংখ্যক নেতাকর্মি ও সমর্থকদের উদ্দেশ্যে সভাপতির বক্তৃতায় আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন সরকার জ্বালানী তেলের মুল্যবৃদ্ধি করে জনগনের বিপক্ষে অবস্থান নিয়েছে। জনজীবনে দুর্বিসহ অবস্থা, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবী জানান। সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন এমপি কেন্দ্রীয় নেতা কাজি আলাউদ্দীন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর থানার আহবায়ক এ্যাড, নুরুল ইসলাম, দেবহাটা আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, আশাশুনি আহবায়ক রুহুল কুদ্দুস, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, যুব দল সভাপতি আবু জাহিদ ডাবলু, কৃষক দল আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা জাসাস ফারুক হোসেন যুবদলের সম্পাদক এইচ আর মুকুল, আক্তারুজ্জামান বাপ্পি, এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, শফিকুল আলম বাবু, আনারুল ইসলাম প্রমুখ।