শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর এবার ইসরাইলের সেনা ঘাটিতে হিজবুল্লাহর হামলা প্রতাপনগর গ্যাস লাইট বিস্ফোরণে অগ্নিকাণ্ড প্রাণে রক্ষা পেলেন গবাদি পশু। কালীগঞ্জের দিনব্যাপী সার্বজনীন বাসন্তী পূজা কালিগঞ্জ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন এমপি আতাউল হক দোলন শ্যামনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন পরানপুরে বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহিদ হজ্ব গ্রুপের ফ্রি ওমরাহ লটারী ড্র অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩

মীর আবু বকর \ সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-৫৫০ এর নির্বাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে কাজী কামরুজ্জামান সাচ্চুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, সকল শ্রমিকরা ভাই-ভাই, আপনারা মিলেমিশে থাকবেন। অহেতুক কারো দ্বারায় প্রভাবিত হয়ে গোলযোগ- বিশৃঙ্খলা করবেন না। জেলা মোটর শ্রমিক ইউনিয়নে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধাঃ সম্পাদক মোঃ গোলাম মোরশেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোঃ আব্দুর রহিম বক্স দুদু, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সহকারি পরিচালক মোঃ মাহবুবুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় উপদেষ্টা মোহাম্মদ আজিজুল আলম মিন্টু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ আব্দুল্লাহ সরদার, বাস মালিক সমিতির সহ- সভাপতি সাজেদুর রহমান খান চোধুরী, যুগ্ন সাধাঃ সম্পাদক শহিদুল ইসলাম কালু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাধাঃ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, মোঃ জাহিদুর রহমান, (ভারপ্রাপ্ত) সাধাঃ সম্পাদক মোঃ জাকির হোসেন মিঠু, ইউনিয়নের সদস্য আব্দুস সালাম। সভা আগামী ২৭ মে মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দিন ধার্য করা হয়। নির্বাচনী পরিচালনার জন্য একটি কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য সভায় ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি দাবী করে, মৃত্যু শ্রমিক পরিবারের ৫০ হাজার, দাফান ও সৎকার ৫ হাজার, রিটায়ার্ড শ্রমিকদের জন্য ২০ হাজার এবং মালিক সমিতি কর্তৃক ১০ হাজার টাকা। দাবিগুলি সর্বসম্মতি ক্রমে পাশ হয়। সভায় বাস মালিক সমিতির, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মটর শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ হামিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com