স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির চত্বরে জেলা মন্দির সমিতির আয়োজনে মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের শ্যামল সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার শীল, জয় মহাপ্রভু সেবক সংঘের জেলা সভাপতি গোষ্টবিহারী মন্ডল, ডা: প্রশান্ত কুমার কুন্ডু, অধ্যাপক ভুধর সরকার, রঘুজিৎ গুহ, ধীরু ব্যানার্জী, অমিত কুমার, বাসুদেব প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে অতিথি ও নবগঠিত কমিটির সকলকে ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মন্দির সমিতির নবগঠিত কমিটির সাধারন সম্পাদক নিত্যনন্দ আমিন।