স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা ৫৫০) এর আয়োজনে গতকাল সকাল ৯ টায় মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় সংগঠনের সহ-সভাপতি শেখ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, শেখ মুখসুর রহমান, যুগ্ম সাধঃ সম্পাদক আশরাফুজ্জামান খান সাজু, সহ যুগ্ন সাধাঃ সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মশিয়ার, প্রচার সম্পাদক মোঃ মিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক সামিনুর রহমান সাদ্দাম, শ্রমিক সম্পাদক খন্দকার মধু, কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির, মোতাহার, তুতু, আজিজুর সহ সকল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া আসর বাদ আমিনিয়া জামে মসজিদে সকল মৃত্যু শ্রমিকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধাঃ সম্পাদক মোঃ জাহিদুর রহমান।