এ্যাড. তপন কুমার দাস ॥ সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে মাসিক সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি সাতক্ষীরা এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এম.জি আযম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো: নোমান, জেলা লিগ্যাল এইড অফিসার ফরাজী নাসির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণপদ পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান সহ লিগ্যাল এইডের অপরাপর সদস্যসহ এনজিও প্রতিনিধিরা।