এ্যাড. তপন কুমার দাস ॥ সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে বিজ্ঞ প্যানেল আইনজীবীদের ভূমি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল চারটা ত্রিশ মিনিটে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, প্রশিক্ষন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রাখিবুল ইসলাম, প্রশিক্ষন সভা পরিচালনা করেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী, প্রশিক্ষনে প্যানেল আইনজীবী বৃন্দ অংশ নেন।