এ্যাড. তফন কুমার দাস: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত মাসিক সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ল্যিগাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা বিচার বিভাগের অভিভাবক চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী। উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ নোমান, অপরাপর বিজ্ঞ বিচারক, বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট, পুলিশ কর্মকর্তা সহ কমিটির অপরাপর সদস্যলা সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী।