এ্যাড: তপন কুমার দাস \ সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে গতকাল ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি কমিটি গতিশীলকরণ ও লিগ্যাল এইড কার্যক্রম বিষয়টি প্রান্তীক পর্যায়ে প্রচার, প্রচারণা, জনসচেতনতা বৃদ্ধি সর্বপরি লিগ্যাল এইডের সুফল বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌছাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, বক্তব্য রাখেন সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মাইনুদ্দীন। জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ নাসির উদ্দীন ফরাজীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মো: শাহ আলম, পর্যবেক্ষক সদস্য এ্যাড: সাকিবুর রহমান বাবলা প্রমুখ।