স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননা ২০২২-২৩ প্রদানকরা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিডি) সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো: সাজ্জাদ হোসেন মোল্ল্যা, সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবু। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফারহা দিবা খান সাথী, শিল্পী মঞ্জুরুল ইসলাম, জেলা কলারোয়ার অফিসার ফাইজা হোসেন অন্বেষা,মো: সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খায়রল বাসার, একরাম হোসেন,মো: আজিজুর রহমান, রায়হান গফুর, জিএম জাকির হোসেন, ভগবতী হাজারী,রাজু কুমার, গাজী সালাউদ্দীন, কালিপদ দাশ, ও হেনরী সরদার। এছাড়া জেলা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।