জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটিকে বৈধ ঘোষণা করায় জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান ও সাধারন সম্পাদক আযম খসরুকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে খুলনা রোড মোড় থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুলাহ সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, সদস্য রবিউল ইসলাম রবি, কাজী আক্তারুজ্জামান মহব্বত, শেখ শফিউল ইসলাম শফি, আব্দুস ছালাম, জাকির হোসেন টিটু, পৌর আহবায়ক আব্দুল আজিজ বাবু সদস্য সচিব মিজানুর রহমান মিজান যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন সুজন, চঞ্চল, আব্দুর রাজ্জাক সদস্য রুবেল হোসেন-১, ভ্যাদল, সাইফুল, সেলিম, রুবেল হোসেন-২, রাজু, রতন, বাবু, সাইদুল, আক্তার, সাকিব, মেহের আলী, হৃদয়, হযরত সহ জেলা পৌর ওয়ার্ড নেতৃবৃন্দ। উলেখ্য: জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একেএম আযম খসরু নিজ স্বাক্ষরে সাতক্ষীরা, খুলনা, কক্সবাজার সহ ১২ জেলার মেয়াদ উত্তীর্ন জাতীয় শ্রমিকলীগের জেলা কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি গঠন করেন। জেলা শ্রমিক লীগের আহবায়ক হন আবদুলা সরদার ও সদস্য সচিব করা হয় মাহমুদুল আলম বিবিসিকে। এর পর ৩ ফেব্র“য়ারী জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নুর কুতুব আলম মান্নানের পক্ষে এসব কমিটি বাতিল করা হয়েছে বলে বিবৃতি দেয়া হয়। শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর কুতুব আলম মান্নান এক বিবৃতিতে জানান গত ৩ ফেব্র“য়ারী বিবৃতি তিনি প্রদান করেননি। যারা জঘন্য কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান। বিবৃতির ফলে সাতক্ষীরা, খুলনা, কক্সবাজারসহ ১২ জেলায় নবগঠিত আহবায়ক বহাল রয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি