স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধাঃ সম্পাদক আফজালুর রহমান বাবুকে অভিনন্দন জানিয়ে গতকাল বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পুনরায় একই স্থানে পথসভার মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সহ সভাপতি এস এম তুহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির, আশাশুনি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সাহেব আলী, আইন বিষয়ক সম্পাদক এড নজরুল ইসলাম (জীবন), গণযোগাযোগ বিষয়ক সম্পাদক খন্দকার আনিসুর রহমান (তাজু) সহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হোসেনকে সভাপতি ও এহসান হাবিব অয়ন কে সাধাঃ সম্পাদক করে ১০১ সদস্যের জেলা সেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধাঃ সম্পাদক আহসান হাবীব অয়ন।