স্টাফ রিপোর্টার ঃ ঈদ পরবর্তী যাত্রী সাধারণের নির্বিঘ্নে স্ব স্ব গন্তব্য স্থানে পৌঁছানোর লক্ষ্যে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক কে এম মাহবুব কবিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, জেলা মিনিবাস বাস ও মাইক্রোবাস মালিক সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, জেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাতক্ষীরা পৌরসভা কর্তৃক তালিকা ভুক্ত ইজিবাইক ভ্রাম্যমানভাবে পৌরসভার মধ্যে চলাচল এবং অনিবন্ধিত ইজিবাইক পৌরসভার মধ্যে চলাচল না করতে পারা, এছাড়াও সরকার ইতিমধ্যে খেলাপি যানবাহনের কাগজপত্র ও চালকদের জরিমানা ব্যাতীত হালনাগাদ করার সময়সীমা আগামী ৩০ জুন’২৪ পর্যন্ত বর্ধিত করেছে, এ সময়ের মধ্যে সকল খেলাপি মোটরযানের সকল কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় সীমার পরে খেলাপি যানবাহন ও খেলাপি চালকেদের এবং যে সকল মোটরযানে হাইড্রোলিক হর্ণ পাওয়া যাবে সে সকল ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।