স্টাফ রিপোর্টার/ সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়ন ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “থাকবো ভাল, রাখবো ভাল দেশ, বৈধ পথে প্রবাসীর অর্থ গড়বো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র টিটিসির আয়োজনে গতকাল বেলা ১২টায় টিটিসির সম্মেলন কক্ষে টিটিসির অধ্যক্ষ কেএম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি বিদেশ গমন ইচ্ছুকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা ইসলামি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপল অফিসার সৈয়দ সামছুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার মো: আরিফুল ইসলাম, প্রশিক্ষক সুমন চন্দ্র সরকার, আব্দুল লতিফ। এসময় দেড় শতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষক আনারুল ইসলাম।