স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র টিটিসির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায সাতক্ষীরা টিটিসির সভা কক্ষে টিটিসির অধ্যক্ষ কেএম মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, টিটিসির সিনিয়র ইন্সটেক্টর মোঃ আনারুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেড বিভাগীয় প্রধান মো: তৌহিদুল আলম, ইলেকট্রিক্যাল প্রধান মো: শহিদুল ইসলাম, অটোমোবাইল প্রধান মো: মেহেদী হাসান, অটোক্যাট প্রধান মো: চন্দ্র সরকার, কম্পিউটারের প্রধান রাজিয়া সুলতানা, ইলেকট্রনিক্স প্রধান যমুনা চন্দ্র সরকার, শিক্ষক মো: আব্দুল লতিফ, শাহরিয়ার হোসেন। এর পূর্বে টিটিসি হতে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিনেরপোতা বাইপাস সড়ক প্রদক্ষিন করে। এসময় টিটিসির সকল শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম।