স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯ টায় কলেজ চত্বরে প্রতিষ্ঠানের চিফ ইন্সট্রাক্টর রঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীন। তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কালে বলেন, খেলাধুলা মনকে সুন্দর ও সতেজ রাখে। ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। সুস্থ জাতি গঠনের ক্ষেত্রে খেলাধুলার কোন বিকল্প নাই। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গণিত বিভাগের ইন্সট্রাক্টর মোঃ মাহবুবুর রহমান, ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর মোঃ আনিছুর রহমান, ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, আসমাতুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর মোঃ আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, রুদ্র চৌধুরী প্রমুখ। এছাড়া কলেজের সকল শিক্ষক—শিক্ষার্থী কর্মকর্তা—কর্মচারী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের ইন্সট্রাক্টর মোঃ শরিফুল ইসলাম।