মীর আবু বকর \ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির সফল অভিযানে ১ হাজার ৫০০ শতপিচ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। সে চট্টগ্রাম জেলার গুনাগুরী থানার বাশখালী গ্রামের মৃত মীর আহম্মদের পুত্র মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (২৮)। রবিবার রাতে কলারোয়া উপজেলার গয়ড়া বাজারের চন্দনপুর মাধ্যমিক ও বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম রবিবার রাতে কলারোয়া উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গয়ড়া বাজারের চন্দনপুর মাধ্যমিক ও বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক পূর্বক তার কাছ থেকে ১ হাজার ৫০০ শতপিচ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। জেলা ডিবির পুলিশের (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম দীর্ঘ দিন ধরে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, জেলায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।