স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ১ কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী সদর উপজেলার কুশখালী বাদাহিলকী গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র হাসানুজ্জামান উরফে হাসান (৩০)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানাগেছে, গোয়েন্দা পুলিশের একটি টিম গতকাল সাতক্ষীরা বৈকারী কুশখালী রাস্তার ছয়কুড়ো যাত্রী ছাউনীর সামনে থেকে ১ কেজি গাঁজা সহ আসামী হাসান কে আটক করে। আটককৃতের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা পূর্বক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।