স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অভিযানে ৯৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত হল সদর থানার পাথরঘাটা গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র মাহমুদুল হক (৪২)। ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, গতকাল বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঝাউডাঙ্গা বাজারে আল মোবারক জুয়েলার্স দোকানের মধ্য হতে ৯৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামীকে আটক করে। আটককৃত আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।