স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ২ সদস্য সহ ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ৮টায় ৫০ মি: শহরের আমতলা যাত্রী ছাউনির সামনে থেকে ও সদরের পারমাছখোলা থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের আমতলা থেকে আসামী মো: নাইম হাসান (১৯) কে আটক করে। সে বাগেরহাট জেলা কার্তিক দিয়া গ্রামের হাফিজুল ইসলামের পুত্র, সে খুলনা হরিনটানা কাজী মঞ্জিল এলাকার মো: মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া অপরজন সদরের পার মাছখোলা গ্রামের জিয়াউর রহমানের পুত্র মো: রবিউল ইসলাম (২৩)। এসময় চোরাই একটি ১৫০ সিসি হিরো হ্যাং মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্বক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।