স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগিতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ হলরুমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগসমূহ বাস্তবায়ন, সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতি: জেলা প্রশাসক ম্যাজিষ্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কোহিনুর ইসলাম, বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএমও, ডা. মোঃ আমানত উলাহ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ ও সম্পাদক শিক্ষক পর্ষদ মোঃ আজিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার, মোঃ মাহবুবুর রহমান, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দীকা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক, মোসফিকুর রহমান মিলটন। সরকারের উন্নয়ন কর্মকান্ড, করোনা ভাইরাস পরিস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়েও বক্তারা বক্তব্য প্রদান করেন। এ সময় আড়াইশতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।