মীর আবু বকরঃ সাতক্ষীরা সদর থানার পুলিশের অভিযানে ভারতে পাচারের সময় ১৮ টি স্বর্ণের বার সহ ১ চোরাকারবারীকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে শহরের অদূরে বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শওকত আলীর পুত্র স্বর্ণ চোরাকারবারী মোঃ মিঠু (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে,স্বর্ণের বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানা পুলিশের একটি টিম বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ চোরাকারবারী মিঠুর মোটরসাইকেল গতিরোধ করে।পরে মোটর সাইকেলের সিটের তলায় তলাশী চালিয়ে লুুকিয়ে রাখা একটি প্যাকেটে থেকে ১৮ পিচ স্বর্নের বার উদ্ধার করে। একই সাথে তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার কৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ১০০ গ্রাম। স্বর্ণের মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খানের নেতৃত্বে অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ আতিকুল ইসলাম সহ আমি ও সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করি। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণেরবার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হবে। আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।