স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলাপ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সংগঠনের জেলা সভাপতি দিলীপ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা ভাইচ চেয়ারম্যান অসীম চক্রবর্তী, বিডিইআরএম কেন্দ্রীয় সহ-সভাপতি জয়ন্তী রানী, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, প্রবীর দাশ কার্তিক দাশ। বক্তারা বলেন দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্র্দিষ্ট ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে হবে। দলিতদের খাস জমিত বরাদ্ধের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করতে হবে। সরকারী চাকুরীতে দলিতদের কোটা ব্যবস্থা করতে হবে। এসময় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন (বিডিইআরএম) সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দাশ।