শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

সাতক্ষীরা দাতব্য চিকিৎসা ও ডাক্তারদের ফ্রি প্রশিক্ষন উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ হোমিওপ্যাথির জনক ডা: স্যামুয়েল হ্যানিমানের ২৬৭তম জন্ম বার্ষিকী ও মুজিব শতবর্ষ এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দাতব্য চিকিৎসা ও ডাক্তারদের প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন হয়েছে। হোমিও রিসার্চ ও চিকিৎসক কল্যান সমবায় সমিতির উদ্যোগে গতকাল সকাল ৯টায় সদরের আলিপুর এলাকায় আলিপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: জেলা ম্যাজিষ্ট্রেট মো: রেজা রশিদ, তিনি বলেন, হোমিও চিকিৎসায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আবহমান কাল থেকে মানুষ এই সেবা গ্রহন করে আসছে। সবার প্রতি মানুষ আস্থাশীল। স্বল্প খরচে এই সেবা গ্রহন করা যায়। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ ডা: এমএ জাফর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ঔষধ তত্ত¡াবধায়ক মীর আব্দুর রাজ্জাক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আবুল হোসেন, ডাঃ স্বপন কুমার বিশ্বাস, শহর সভাপতি ডা: হাবিবুর রহমান, শ্যামনগর সুন্দরবন হোমিও প্যাথিক কলেজের অধ্যক্ষ ডা: সাদিয়া সুলতানা, ডা: এমদাদুল হক, ডা: যোগেশ চন্দ্র, ডা: গোলক চন্দ্র, ডা: ফিরোজ আলম, ডা: কবিরুল ইসলাম, ডা: অসিম ব্যানার্জী, ডা: শিরিন সুলতানা, ডা: সালাউদ্দিন, ডা: হাফেজ শেখ আবদুল­াহ, ডা: ইয়াছির আরাফাত, ডা: ইসরাইল হোসেন, ডা: রফিকুল ইসলাম, ডা: মাহমুদুল হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডা: ইমরান হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com