স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা দিবা নৈশ কলেজের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “ফেসবুকই নৈতিক অবক্ষয়ের মূল কারণ” শিরোনামে গতকাল সকাল ১০টায় কলেজের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান। কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহঃ অধ্যাপক প্রদ্যুত কুমার বিশ্বাস। ইংরেজি বিভাগের সহঃ অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাসের পরিচালনায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান সহঃ অধ্যাপক মোস্তাক আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহঃ অধ্যাপক লুৎফর রহমান, ক্রীড়া শিক্ষক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি তোয়েব হাসান শামসুজ্জামান। প্রতিযোগিতায় শারাবান তহুরার নেতৃত্বাধীন শামীম রেজা ও মৌরিন সুলতানার দল চ্যাম্পিয়ন হয়। রানারআপ হয় নরেজ জুলকারনাইনের নেতৃত্বাধীন কাব্য ভঞ্জ চৌধুরী ও আদনান ওয়ালিদের দল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় করেন কলেজের রোভার স্কাউট গ্র“পের সদস্যবৃন্দ।