স্টাফ রিপোর্টার ঃ সাফল্য সাফল্যের জন্ম দেয়, এই চিরায়ত কথকথার দ্রুতি ছড়ানো নাম সাতক্ষীরা শহরস্থ সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বারবার সাফল্য, বছর বছর সাফল্য, শিক্ষায়, পরিবেশে, ক্রীড়ায়, সংস্কতিতে, স্বাস্থ্য, অংকনে, শৃঙ্খলা সর্বপরি আত্মবিশ্বাসের পারদে পূর্ণতা পাওয়া নাম সিলভার জুবিলী। শহরের অতি প্রাচীন শিক্ষায়টি দুই হাজার বার সাল হতে আলোকিত আলোচনায়। সাতক্ষীরার সীমানা পেরিয়ে আবারও জাতীয় পর্যায়ে জেলাকে বিশেষ ভাবে আলোকিত করার জয় স্রোতে নিয়েছে বিদ্যালয়টি। শিক্ষা পদক ২০২২ এ জাতীয় পর্যায়ের থোকা থোকা নাম অস্মিতা বর্ণারায় লোক নৃত্যে দেশ সেরা অনিন্দিতা চক্রবর্তী অভিনয়ে বিশেষ সম্মাননা দেশ সেরা শেখ তানভীূর আজিজ কাব শিশু দ্বিতীয় স্থান- আবরার আহমেদ আরাফ গল্প বলায় ৩য়, এসএম নাদিদ তাহমিন ইংরেজী সংবাদ পত্র পাঠে দেশ বিখ্যাত। সাতক্ষীরার সুভাষ প্রতিভাবান পুরস্কার শিক্ষার্থীদেরকে সম্মান জানাতে সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল বইছিল স্বীকৃতি আর সম্বর্ধনা প্রদানের আনন্দ আয়োজন, উচ্ছ্বাসময় উৎসবমুখর সম্বর্ধনা আয়োজন যেন বলছিল আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা শিক্ষাথীদের মাঝে শিক্ষকদের বিলিয়ে দেওয়ার নামই সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্বমহিমায় উদ্ভাসিত প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী সহ সহকারী সহকর্মি শিক্ষকরা সত্যিকার অর্থে তাদের শিক্ষার্থীদের সাফল্যে আর সম্বর্ধনায় যেন অবচেতন মনে বলছিলেন সিলভার জুবিলী কেবল একটি মাত্র বিদ্যালয় আর তার গর্বিত শিক্ষক আমরা। আনন্দ আয়োজনে সুবিশাল প্যানেল রংবেরংএর আল্পনা, আলোক উজ্জ্বলতা, শিশুদের নাচগান সবই ছিল ব্যতিক্রম হতে ব্যতিক্রম। সেরাদের সম্বর্ধনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আমান উল্লাহ আল হাদী, বিশেষ অতিথি ছিলেন সদর নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আঃ গনি, বৈদ্যনাথ সরকারি সদর ইউআরসি, স্বাগত বক্তব্য রাখেন গর্বিত প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, সাতক্ষীরা জেলা প্রাথুিমক শিক্ষক সমিতির সভাপতি পঙ্কজ বর্মন, পিটিআই সভাপতি আরিফুন্নেছা, বক্তব্য রাখেন ৫ম শ্রেনির শিক্ষার্থী প্রকৃতি মন্ডল, সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী শেখ তানভীর অনিন্দিতা চক্রবর্তী ও ফাহিম আহমেদ। প্রধান অতিথি বিশেষ অতিথি সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য সাতক্ষীরাকে বিশেষ সম্মানে নিয়েছে বলে মন্তব্য করেন। সভাপতির বক্তৃতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী বলেন এই সাফল্য কেবল মাত্র অত্র বিদ্যালয়ের নয়, সাতক্ষীরা বাসির, সাতক্ষীরার প্রতিটি বিদ্যালয় এক একটি সিলভার জুবিলী হবে বলে আশা করছি। তিনি আরও বলেন প্রাথমিক বিদ্যালয় এমন বর্ণাঢ্য সম্বর্ধনার আয়োজন করতে পারে তার দৃষ্টান্ত সাতক্ষীরার এই প্রাথমিক বিদ্যালয়। সভাপতির বক্তৃতায় তিনি আরও বলেন আত্মবিশ্বাস, প্রচেষ্টা এবং সফল হওয়ার কামনা অবশ্যই সফল করে সেটাই প্রমান করেছে সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনি প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী সহ সকল শিক্ষককে ধন্যবাদ জানান। সুশোভিত সম্বর্ধনা আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেনি পেশার বিপুল সংখ্যক জনমানুষের উপস্থিতি ঘটে। প্রতিশ্র“তিশীল এবং নিবেদিত প্রাণ প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী দৃষ্টিপাতকে জানান এই সাফল্য আমাদের ধারাবাহিকতার অংশ, আমাদেরকে এই সাফল্য বিশেষ ভাবে আত্মপ্রত্যয়ী ও খুশি করেছে। তিনি আরও বলে সাতক্ষীরা সত্যিকার ভাবে জাতীয় ভাবে আলোকিত হয়েছে এবং এর জন্য কৃতিত্ব কেবল আমার নয় ্আমার সহকর্মি, শিক্ষকবৃন্দ, ব্যবস্থাপনা কমিটি এস.এস.সি পিটিএ সহ অভিভাকরা সমভাবে অংশিদার, সাতক্ষীরা বাসি গতকাল সুন্দর আলোক উজ্জ্বল আয়োজন মনোমুগ্ধ ভাবে পরখ করলেন এবং দেশ সেরা ও তাদের কারিকরদের ও দেখলেন।