স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন খুলনা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর শেখ হারুন অর রশিদ। গতকাল বেলা ১২টায় পরিচালক প্রফেসর হারুনার রশিদ নবারুন বিদ্যালয় পরিদর্শনে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উক্ত স্কুল কক্ষে অনুষ্ঠিত নতুন শিক্ষা কারিকুলাম উপর ৫ দিন ব্যাপী প্রশিক্ষনের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় পরিচালক প্রফেসর শেখ হারুন অর রশিদ বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আগের দিনে শিক্ষকদের সফলতা ও ব্যার্থতা সুযোগ ছিল। বর্তমান প্রযুক্তি ও বিপ্লবের যুগে ব্যার্থতার কোন সুযোগ নেই। শিক্ষার্থীদের সঠিক ভাবে পাঠদান করাতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই। শিক্ষকদের উপর মহৎ দায়িত্ব। পিতা মাতার পর আপনাদের অবস্থান। একটি সুন্দর জাতি গঠনের শিক্ষা বিভাগের অবদান অবিস্বরনীয়। আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। বর্তমান যুগের সাথে সমন্বয় রেখে শিক্ষা ক্ষেত্র কে এগিয়ে নিতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার, জাতীয় শিক্ষা কার্যক্রম গবেষনা কর্মকর্তা কুতুবুল আলম, উপজেলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান, জেলা প্রোগ্রাম অফিসার, সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবুল হোসেন, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালেক গাজী, প্রশিক্ষক গাজী মমিন উদ্দিন। উক্ত বিদ্যালয়ে জেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৮ শত ২৭ জন শিক্ষক প্রশিক্ষন গ্রহন করছেন। উলেখ্য নবারুন উচ্চ বিদ্যালয় আব্দুল মালেক গাজী প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পর থেকে টানা ৭ বছর জেলা ও উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলাফলে প্রথম স্থানের সাফল্য ধরে রেখেছেন।