স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জন্ম নিবন্ধন বিষয়ক সচেতন মূলক পথ নাটক আমার অধিকার মঞ্চস্থ হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহায়তায় ও উত্তরণ বাস্তবায়নে গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা নবারুন উচ্চ বিদ্যালয় তত্ত্ববাধায়নে স্কুল চত্ত্বরে খুলনা সুন্দরবন থিয়েটার পরিবেশন পথ নাটক ও পঠগান অনুষ্ঠিত হয়। এখানে বিষয় ভিত্তিক গানের মধ্যে সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরেন। একই সাথে জন্ম নিবন্ধন বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটকের মাধ্যমে জন্ম নিবন্ধনের সুফল উপস্থাপনা করা হয়। অনুষ্ঠানে পুরো সময় শিক্ষার্থীরা সুশৃঙ্খল ভাবে উপভোগ করেন। সুন্দরবন থিয়েটার পরিচালক স্বদেশ বঙ্গদাশের পরিচালক নাটক ও পঠগানে অংশ গ্রহন শিল্পী হিরা বিশ্বাস, শিউলী মন্ডল, দিপালী রায় নিতু, শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা, সিরাজুল ইসলাম, এসএম নওরোজ, সাদিয়া পারভীন, সুমি খাতুন, পূজা রানী, শরিফুল ইসলাম, সাকিবুল নাহার, উল্লেখ্য নবারুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আব্দুল মালেকের সার্বিক তত্ত্বাবধায়নে বিদ্যালয়টি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা সকল পরীক্ষায় ভাল ফল অর্জন করে প্রতিষ্ঠান সম্মান বৃদ্ধি করেছে। শুধু তাই নয় প্রধান শিক্ষকের বলিষ্ঠ ভূমিকায় প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা অব্যাহত রেখেছে।