সাতক্ষীরা নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় নবীন বরন ও পিঠা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, তিনি ফিতা কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন। পিঠা উৎসবকে কেন্দ্র করে বেশ আগে থেকে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রবেশ করে। বিদ্যালয় চত্ত্বরে নির্মিত স্টলে তাদের তৈরী বাহারী সব লোভনীয় পিঠার পরসা সাজাতে থাকে। কয়েক জন বান্ধবী একত্রিত হয়ে আলাদা আলাদা স্টল নেন। শিক্ষার্থীরা বয়সে তরুনী হলেও তাদের পিঠা তৈরীর কারু শিল্প দেখলে মনে হয় তারা অনেক বড়। বেলা বাড়ার সাথে সাথে নবারুন উচ্চ বিদ্যালয়ের অপারপর শিক্ষার্থীরা পিঠা উৎসব জড় হতে থাকে। তারা বিভিন্ন স্টর ঘুরে ঘুরে পছন্দের লোভনীয় পিঠা ক্রয় করে। পাশে নবীন বরন অনুষ্ঠানের সংস্কৃতিক উৎসবে শিক্ষার্থীদের নজর কাড়ে। উক্ত জাকজোমক পূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সেলিমুর ইসলাম, সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথি, সালমা সুলতানা, তৈয়বুর রহমান, শামিম পারভেজ, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাও: আক্তারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ রাসেল ও আল আমিন।