স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল স্থগিত করা হয়েছে। জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির দাবির পরিপ্রেক্ষিতে গতকাল সাতক্ষীরা পৌরমেয়র মোঃ তাজকিন আহমেদ চিশতি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আদেশ প্রদান করেছে। জানাগেছে, সাতক্ষীরা পৌরসভা কর্তৃক কোন ঘোষনা ছাড়া আকস্মিক পৌরসভার পানির বিল বৃদ্ধি করা হয়। বর্ধিত বিল স্থগিতের জন্য সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটি সহ অন্যান্য সংগঠন বর্ধিত বিল স্থগিতের জন্য দাবি জানান। এমনকি পৌরমেয়র সহ কাউন্সিলদের সাথে মত বিনিময় করেন পৌর মেয়র তাজকিন আহমেদ ঐ আদেশে বলেন, পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থাপনা নির্দেশিকা বিধিবিধান অনুসরন না করেই এবং পৌরবাসীর পানির বিল পরিশোধের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে বিধি বাহিভূত ভাবে পানির বিল কার্যকর করা হয়েছিল। পৌরসভার পানির সরবরাহ ব্যবস্থাপনা নির্দেশিকা বিধান অনুযায়ি পানির বিল বৃদ্ধির ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি বা কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় নতুন বিল কার্যকরের আদেশ স্থগিত করা হলে পৌরসভার বর্ধিত পানির বিল স্থগিত করায় পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি কে পৌরবাসির পক্ষে ধন্যবাদ জানিয়েছেন জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু সহ সকল নেতৃবৃন্দ।