স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে ও ইজরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা ইমাম সমিতির আয়োজনে গতকাল সকাল ১০ টায় শহরের নিউমার্কেট সামনে জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন, হাফেজ মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, বিশিষ্ট শিল্পী হাফেজ ইব্রাহিম, আরাফাত ইসলাম, আলামিন, রুস্তম আলী, তৌহিদি, তরিকুল ইসলাম, মনোয়ার হোসেন, ফিরোজসহ অনেক ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। এসময় স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লীগণ উপস্থিত ছিলেন।