স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অফিস সহকারী সড়ক দূর্ঘটনায় করুন মৃত্য হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল সকাল ৯টায় সাতক্ষীরা খুলনা মহাসড়কে বিনেরপোতা এলাকায় ঘটে। নিহত তালা উপজেলা মনোহরপুর গ্রামের মোঃ আল আমিনের স্ত্রী ও সাতক্ষীরা পলিটেকনি ইনস্টিটিউটের অফিস সহকারী মোছাঃ মরিয়ম বেগম (২৬)। জানাগেছে, প্রতিদিনের ন্যায় মরিয়ম বেগম নিজ বাসা থেকে স্বামীর সাথে মটর সাইকেল যোগে সাতক্ষীরা পলিটেকনিকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বিনেরপোতা মাছ বাজার এলাকায় পৌছালে অসাবধানতা বশত মরিয়ম বেগম মটর সাইকেল থেকে ছিটকে পড়ে। গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। তার আকস্মিক মৃত্যুতে পলিটেকনিক ইনস্টিটিউট সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।