স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২ দিন ব্যাপী পিঠা ও সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করা হয়েছে।”পিঠার টানে, ঐতিহ্যের গানে, আসুন মেতে উঠি পিঠা উৎসবে”এই স্লোগানকে সামনে নিয়ে শুক্রবার সকালে স্কুল এন্ড কলেজের আয়োজনে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে পিঠা উৎসব উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কো—চেয়ারম্যান কামাল উদ্দীন । দুই দিনব্যাপী পিঠা উৎসবের শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, আজকের যারা শিশু তারাই আগামী দিনের ভবিষ্যৎ। লেখাপড়া প্রতি সন্তানদেরকে আগ্রহ থাকতে হবে। লেখাপড়া করার জন্য মায়ের বিকল্প নাই। আনন্দের মাধ্যমে পাঠদান করতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন তাদের প্রতিভা তুলে ধরতে পারবে তেমনি স্কুল গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বেড়ে যাবে। পিঠাপুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহিঃপ্রকাশ। পিঠা পার্বণের এ আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ ধরে টিকে থাকুক বাংলার ঘরে ঘরে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা এন এস আই ডিডি আসাদুল হক পারভেজ। পুলিশ সুপার পত্নী ডাঃ রোকেয়া আখতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক বাহাউদ্দীন ফারুকী, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, সঞ্জয় প্রমুখ। পিঠা উৎসবে ৪২টি স্টোল বসেছিল। এছাড়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক—শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।