এস এম জাকির হোসেন \ সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে মধু মাস উপলক্ষে বিভিন্ন খাবারের বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। গতকাল সকাল ৮ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মধু মাসে আম, জাম, কাঁঠাল, তাল, পেয়ারা, কলা, লিচু সহ বিভিন্ন পদের ফল, মিষ্টি, পিঠা, পায়েস, সহ ২৫০ রকমের খাবারের আয়োজন করা হয়। স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদ অভিভাবক ও আমন্ত্রিত অতিথি বৃন্দ মধু মাসের বর্ণাঢ্য আয়োজন ঘুরে ঘুরে দেখেন ও তাদের পছন্দ মত খাবার গ্রহণ করেন। এ সময় দৃষ্টিনন্দন এক উৎসব ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মধু মাসের খাবারের মেলা উদ্বোধন করেন সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স, শিক্ষা পরিচালক ড.শেখ সামসুজ্জামান, অধ্যক্ষ কামালউদ্দীন ফারুকী, অন্যতম পরিচালক বাহাউদ্দিন ফারুকী, সহ-প্রধান শিক্ষক আকতার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম সহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মধু মাসে বিভিন্ন ফলফলারি, মিষ্টি, মিঠাই ও বিভিন্ন খাবারের এত সুন্দর আয়োজন করায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে ভূয়সী প্রশংসা করেন এবং প্রতি বছর এরূপ বর্ণাঢ্য আয়োজন করার আহ্বান জানান।