বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুন নূর লাবনী গত ৯ মার্চ শনিবার খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় রানার্স আপ হয়েছে। গতকাল জান্নাতুল নূর লাবনী অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এ কে এম গোলাম আযম, একাডেমিক ইনচার্জ মো. আকতার হোসেন, সাহানা হাসিম ও শিক্ষক মুক্তাদিরুল ইসলাম, মাহবুব ইসলাম, তামান্না আফরোজ, তায়ফা তামান্নার উপস্থিতিতে অত্র প্রতিষ্ঠান থেকে তার সম্মাননা গ্রহণ করছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ তার এই ফলাফলের জন্য ভূয়সী প্রশংসা করেন, ভবিষ্যতে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ এরূপ আরো ভালো ফলাফল যাতে অর্জন করতে পারে তার জন্য তিনি আশ্বাস দেন।