এস এম জাকির হোসেন \ সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দে্র অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল মাঠে স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তা—সদস্য, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ একেএম গোলাম আযম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুল খালেক। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র স্কুলের কো—চেয়ারম্যান কামাল উদ্দিন, পরিচালক মোঃ সালাউদ্দিন, স্কুলের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, নবম শ্রেণীর ছাত্র এস এম নজমুস সাকিব আলীফ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ সাইদুর রহমান।