স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের দুই দিন ব্যাপী পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।”পিঠার টানে ঐতিহ্যের গানে আসুন মেতে উঠি পিঠা উৎসবে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে চত্বরে পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের কো—চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অতীশ সরকার । উল্লেখ্য বার্ষিক পরীক্ষা জিপিএ ৫ ও এ প্লাস প্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা। এসময় প্রতিষ্ঠানের পরিচালক বাহাউদ্দীন ফারুকী,প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী ও পিঠা উৎসবের উদ্যোক্তাসহ অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ হাফিজুর রহমান।