বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে টিফিন বিনিময় ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

এস এম জাকির হোসেন \ সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দে্র অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে টিফিন বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষক—শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মিষ্টি, পিঠা, পায়েস, বিরানি, পোলাও সহ প্রায় ২৫০ রকমের খাবারের আয়োজন করা হয়। সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদ, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বর্ণাঢ্য এই আয়োজন ঘুরে ঘুরে দেখেন ও তাদের পছন্দ মত খাবার গ্রহণ করেন। এ সময় দৃষ্টিনন্দন এক উৎসব ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। উক্ত অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কো—চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামালউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টিফিন বিনিময় উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ মোঃ আব্দুল খালেক তরফদার, অত্র প্রতিষ্ঠানের উপ—পরিচালক বাহাউদ্দিন ফারুকী, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক এস এম জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, হাফিজুল ইসলাম, মোঃ মেহেবুব ইসলাম সহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। টিফিন বিনিময়ে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহাদ্যর্, সম্প্রীতি, সহমর্মিতা, পরস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করেন এবং বিভিন্ন খাবারের এত সুন্দর আয়োজন করায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে ভূয়সী প্রশংসা করেন এবং প্রতি বছর এরূপ বর্ণাঢ্য আয়োজন করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com